৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

কামিন্সের কীর্তির পর এনগিডি-রাবাদার তোপে লর্ডস টেস্ট এক রোমাঞ্চকর অবস্থায়

High News Digital Desk:

পেসারদের দাপটে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে দুটো দলই। তবে অষ্ট্রেলিয়া একটু এগিয়ে। দ্বিতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। বাকি আছে আর ২ উইকেট।

প্রথম ইনিংসে ২১২ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে দেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিং করল তারা। বৃহস্পতিবারের খেলা শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান।

প্রোটিয়াদের গুড়িয়ে দেওয়ার কারিগর প্যাট কামিন্স। দ্বিতীয় দিন তাদের ছয় উইকেটের পাঁচটিই নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। অন্যটি রান আউট। সব মিলিয়ে মাত্র ২৮ রানে ৬ উইকেট নিয়ে লর্ডসে এখন অধিনায়কদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড কামিন্সের।

একইসঙ্গে অস্ট্রেলিয়ার ষষ্ঠ পেসার ও অষ্টম বোলার হিসেবে টেস্ট কেরিয়ারে ৩০০ উইকেট পেলেন অষ্ট্রেলিয়ার অধিনায়ক।

কামিন্সের চরম নিয়ন্ত্রিত বোলিংয়ের জবাব দিল কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা। দুজনের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ রানে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় অস্ট্রেলিয়ার ৭ উইকেট। অষ্টম উইকেটের প্রতিরোধে দলকে দেড়শোর কাছে নিয়ে যান অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক। অষ্ট্রেলিয়ার লিড দুইশ ছাড়িয়ে যাওয়ায় শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

Scroll to Top