জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার ওয়াগুরায় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। রবিবার গভীর রাতে ওয়াগুরার গণাই মহল্লা এলাকায় আগুন লাগে। প্রথমে একটি বাড়িতে আগুন ধরে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আরও ৩টি বাড়িতে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দমকল বাহিনীর একাধিক দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে তার আগেই ৪টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।