- রেকর্ড গড়ে ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ
রেকর্ড গড়ে ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ। ওপেন যুগে বয়স্কতম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন জোকার। ইউ এস ওপেন ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জিততে হল জকোভিচকে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩. ৭-৬ (৭-৫), ৬-৩। স্কোর দেখে মনে হতে পারে স্ট্রেট সেটে সহজ জয় পেয়েছেন জকোভিচ। কিন্তু আদপেই সেটা হয়নি। ৩ ঘণ্টা ১৬ মিনিট ধরে লড়াই করে তাঁকে জয় পেতে হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন জোকার। গ্যালারিতে ছিলেন তাঁর মা। শিশুর মতো ছুটে মায়ের কাছে চলে যান এই তারকা। মায়ের কাছে তখন তিনি যেন ছোট্ট শিশু। টেনিস শেখা শুরু করার সময় যেভাবে মা যত্ন করতেন, সবদিকে খেয়াল রাখতেন, ঠিক সেটাই দেখা গেল মার্গারেট কোর্টে। মায়ের আদর উপভোগ করলেন জোকার ইউ এস ওপেন চ্যাম্পিয়ন হয়ে প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন জকোভিচ। তাঁর পরনে দেখা যায় বিশেষ একটি টি-শার্ট। সেই টি-শার্টের বুকে ব্রায়ান্টের ছবি এবং পিঠে ২৪ নম্বর। ঘটনাচক্রে ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। আবার প্রয়াত ব্রায়ান্টের জার্সি নম্বরও ছিল ২৪। কাকতালীয়ভাবে দুটো বিষয় মিলে গেল। ইউ এস ওপেন জেতার পরেই এই তারকা বললেন, ‘মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি, আমি এতকিছু করার পরেও কেন এখনও এই মঞ্চে আছি? আমার কি এখনও এখানে থাকা দরকার? আমি কতদিন খেলে যেতে চাই? আমি নিজের মনেই এই সব প্রশ্নের জবাবও পেয়ে যাই। আমি এখনও এত উচ্চ পর্যায়ের টেনিস খেলছি। সর্বোচ্চ খেতাব জিতে চলেছি। আমি এখনই খেলা থেকে দূরে সরে যেতে চাই না। আমি যখন সেরা জায়গায় আছি, তখন খেলা ছাড়তে চাই না।’









