যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াই জোরদার করার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তাঁদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াই জোরদার ও টিবিমুক্ত ভারত গঠনে অবদান রাখা সকলকে আমি অভিনন্দন জানাই। তৃণমূল স্তরে এই প্রচেষ্টা কীভাবে গতি পাচ্ছে তা লক্ষণীয়, যার ফলে একটি সুস্থ ভারত নিশ্চিত হচ্ছে।”
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার একটি টুইটকে ট্যাগ করে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। নাড্ডা এক্স হ্যান্ডেলে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, ভারত যক্ষ্মা-বিরোধী বিশ্বব্যাপী লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দেশ থেকে যক্ষ্মা নির্মূলের জন্য জন আন্দোলনকে কেন্দ্রবিন্দুতে পরিণত করা প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ছিল। এর দ্বারা পরিচালিত হয়ে, আমরা ‘জনভাগিদারি’-র মূল লক্ষ্য নিয়ে ১০০ দিনের যক্ষ্মা অভিযান সফলভাবে সম্পন্ন করেছি।