ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া , একেরপর এক বিপর্যয় এই দেশে :-
হারিকেন হিলারির তাণ্ডবে কার্যত বিধ্বস্ত মেক্সিকো ও দক্ষিণ পশ্চিম আমেরিকা| ঘূর্ণিঝড় হিলারর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অনেক বাসিন্দাই নিরাপদ আশ্রয়ে ঠাই নিয়েছে ইতিমধ্যেই| তবে এই ভয়াবহ বিপর্যয়ে ঘর-বাড়ি, গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি অনেক জায়গায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছে| ক্ষতি হয়েছে বহু মানুষের| বিগত ৮৪ বছরে এই প্রথমবার ক্যালিফোর্নিয়ায় এরকম শক্তিশালী ক্রান্তীয় ঝড় আছড়ে পড়ল|
ঠিক তারই মাঝে সেখানে আঘাত হেনেছে আরেক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প| ভূমিকম্পটির উপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চল| বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে|
তবে ভূমিকম্পের কারণে তাক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি| লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন, শতাধিক ফায়ার স্টেশনের কর্মীরা ভবনগুলো খতিয়ে দেখছে| কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে তারা| তবে আগামী কয়েকদিনে ফের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে|









