ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্ভোগে যাত্রীরা :-
শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ|একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা| হাওয়া অফিয় সুত্রের খবর, আগামীকাল পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে| অন্যদিকে ২৬ শে অগস্টের মধ্যে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমা বাড়বে| কলকাতায় বজ্র- বিদু্যত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে| তাপমাত্রা কিছটা কমবে বলেও জানা যাচ্ছে| শুক্রবার ভারী থেকে হালকা বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়| আলিপুর হাওয়া অফিস সুত্রের খবর, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়| ভারী বর্ষণের জেরে দার্জিলিং, কালিম্পঙে পাহাড়ী এলাকায় ধস নামতে পারে বলে জানা যাচ্ছে| টানা বৃষ্টির জেরে ধসে চাপা পড়ে এক প্রৌড়ের মৃত্য হয়েছে| অবিরাম বৃষ্টির জেরে নিচ এলাকায় জল জমতে পারে| ঝড় বৃষ্টির জেরে কলকাতায় যানযটের সৃষ্টি হয়েছে| অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েছেন নিত্য যাত্রীরা| কলকাতায় ধীর গতিতে চলছে গাড়ি| হাওয়া অফিস সুত্রের খবর, হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে|










