৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

বৃহস্পতিবার পিকে ব্যানার্জির জন্মদিন

High News Digital Desk:

প্রদীপ কুমার ব্যানার্জি যিনি পি কে ব্যানার্জি নামে পরিচিত। ১৯৩৬ সালের ২৩ জুন জলপাইগুড়ির ময়নাগুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক। ১৯৫৫-১৯৬৬ ভারতীয় দলের হয়ে ৫২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জাতীয় স্তরে সর্বমোট ১৯টি গোল করেছেন। তিনি অর্জুন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার লাভ করেন এবং আইএফএফএইচএস দ্বারা বিংশ শতকের একজন ভারতীয় ফুটবলার হিসেবে বিবেচিত হন। ২০০৪ সালে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার, অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হন।

১৯৫১ সালে মাত্র ১৫ বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে পিকে ব্যানার্জির অভিষেক ঘটে। ১৯৫৪ সালে তিনি কলকাতায় এরিয়ান্স ক্লাবে যোগ দেন। এরপর ১৯৫৫-৬৭ তিনি ইস্টার্ন রেল ক্লাবের হয়ে খেলেন। তিনি ১৯৫৫ সালে, ১৯ বছর বয়সে পূর্ব পাকিস্তানের ঢাকায় চতুর্দেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন। ভারতের হয়ে ৩টি (১৯৫৮, ১৯৬২,১৯৬৬) এশিয়ান গেমসে খেলেন। জাকার্তাতে ১৯৬২ এশিয়ান গেমসে ভারত চ্যাম্পিয়ন হয় এবং স্বর্ণপদক পায়। ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকসে জাতীয় দলের হয়ে খেলেন। রোমে হওয়া ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, যেখানে ফ্রান্স ফুটবল দলের বিরুদ্ধে ১–১ গোলে ম্যাচ ড্র হয়। তিনি মারডেকা ফুটবল প্রতিযোগিতায় ভারতের হয়ে ৩ বার (১৯৫৯, ১৯৬৪ ও ১৯৬৫) খেলেন। সেখানে ভারত ১৯৫৯ সালে রূপো, এবং ১৯৬৪-তে ব্রোঞ্জ জেতে ভারত। ১৯৬৮ সালে তিনি ফুটবল থেকে অবসর নেন।

ক্লাব কেরিয়ারে কোচিং করে তাঁর রয়েছে অনেক সাফল্য। ১৯৭২-৭৫ সাল এবং ১৯৮০, ১৯৮৩, ১৯৮৫, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯৬ ও ১৯৯৭ সালে তিনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রশিক্ষণ দেন। তাঁর কোচিংএ মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড, রোভার্স কাপ এবং ডুরান্ড কাপ একই মরসুমে জিতেছিল। ক্লাব কোচিংয়ের মাধ্যমে তিনি মোট ৫৩ টি ট্রফি এনেছিলেন, যার ২৮টি ইস্টবেঙ্গল এবং ২৫ টি মোহনবাগানের কোচ থাকাকালীন। জাতীয় দলের কোচ থাকাকালীন ১৯৭০ সালে ভারত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল। তিনি ১৯৮৬ পর্যন্ত ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। এরপর তিনি জামসেদপুরের টাটা ফুটবল অ্যাকাডেমিতে যুক্ত হন এবং ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত টিএফএর টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হন। ১৯৯৯ সালে আবার ভারতের জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালে ২০ মার্চ পিকে ব্যানার্জি কলকাতায় একটি হাসপাতালে মারা যান।

Scroll to Top