২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে জি২০ সম্মেলনে আসছেন না জিনপিং, তাঁর বদলে নয়া দিল্লিতে আসছেন চিনা প্রিমিয়ার লি কিয়াং

High News Digital Desk:

দিল্লিতে জি২০ সম্মেলনে আসছেন না জিনপিং, তাঁর বদলে নয়া দিল্লিতে আসছেন চিনা প্রিমিয়ার লি কিয়াং :-

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে চিন জানিয়ে দিল নয়াদিল্লির জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন না সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং| সোমবার এই বিষয়ে তাদের ওয়েবসাইটে এক বিবৃতি জারি করেছে চিনা বিদেশ মন্ত্রক| বিবৃতি অনুযায়ী, তাঁর বদলে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনে চিনা প্রতিনিধি হিসেবে যোগ দেবেন সেই দেশের প্রিমিয়ার লি কিয়াং| চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে, ভারতের নয়া দিল্লিতে ৯ এবং ১০ সেপ্টেম্বর ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াং|

এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি হতাশ| একটু থেমে বাইডেনের সংযোজন, কিন্তু তাঁকে দেখতে পাব, এমনটা ধরে নিয়েই আমি যাচ্ছি| ২০টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনের আসর বসছে নয়াদিল্লিতে| ৯ এবং ১০ সেপ্টেম্বর দুদিনের এই সম্মেলনে যোগ দেবেন ২০টি দেশের শীর্ষ প্রতিনিধিরা| সদস্যরাষ্ট্র হলেও এই সম্মেলনে সশরীরে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও| বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারেন তিনি| রুশ প্রতিনিধি হিসাবে ভারতে আসছেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ|

গতকালই রয়টার্স সূত্রে খবর মিলেছিল, জি-২০ সম্মেলনের জন্য ভারতে নাও আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং| তাঁর বদলে এই সামিটে যোগ দিতে পারেন চিনের প্রিমিয়ার লি কিয়াং| সমস্ত জল্পনার ইতি হল সোমবারের এই বিবৃতিতে|

Scroll to Top