২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি দমদম স্টেশনে ঢোকার পরই লাইনচ্যুত

High News Digital Desk:

ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি দমদম স্টেশনে ঢোকার পরই লাইনচ্যুত:

শনিবার সকালে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের একটি বগি দমদম স্টেশনে ঢোকার পরই লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনিতে ট্রেন থেমে যায়। যাত্রীরা সেভাবে আহত না হলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।  দমদম স্টেশন ঢোকার মুখে দুটি চাকা লাইন থেকে নেমে যায়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। দমদম ৫ নম্বর প্লাটফর্মে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। অল্পের জন্য রক্ষা কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন। ট্রেন নম্বর 30128,  বগি নম্বর – 602067। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়েছে। তবে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। এমনিতেই অফিস টাইমে ট্রেনে থাকে ঠাসা ভিড়। অফিসের ব্যস্ত সময় এমন ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা ট্রেন থেকে লাফিয়ে রেললাইনে নেমে যান তাঁরা। কেউ কেউ রেলট্র্যাক পেরিয়ে অন্য় প্ল্যাটফর্মে গিয়ে  ট্রেন ধরেন। ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর। রেল আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও গোলোযোগেই এই দুর্ঘটনা বলে তাঁদের দাবি।

Scroll to Top