৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জম্মু ও কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থা জোরদার, শুনশান শ্রীনগরের লাল চক

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি নালা সরজীবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পহেলগামে সন্ত্রাসী হামলার পর তল্লাশি অভিযানও চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জম্মু, পুঞ্চ ও শ্রীনগরেও।

বুধবার একদল পর্যটকের পহেলগাম ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবারের জঙ্গি হামলার প্রেক্ষিতে এখন তাঁরা দিল্লি ফিরে যাচ্ছেন। দিল্লির একজন পর্যটক সমীর ভরদ্বাজ বলেন, “আমরা গত তিন দিন ধরে কাশ্মীরে আছি। আমাদের পহেলগামে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু এখানকার পরিস্থিতি ভালো নয়, তাই আমরা দিল্লির দিকে রওনা দিচ্ছি।”

পহেলগামে সন্ত্রাসী হামলার পর জম্মুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কঠোর যানবাহন তল্লাশি নিশ্চিত করার জন্য কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে, পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার জনগণ সম্পূর্ণ বনধের ডাক দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, পুলওয়ামা, উধমপুরেও বনধ ডাকা হয়েছে। শ্রীনগরের লাল চক এদিন সকালে সম্পূর্ণ শুনশান ছিল। চেম্বার অ্যান্ড বার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে।

Scroll to Top