৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস লিগ: লিভারপুলকে হারিয়ে শেষ আটে পিএসজি

High News Digital Desk:

শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে জয়োল্লাস করল পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত ফরাসি দলটি এখানে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতল। ১২০ মিনিটের লড়াই শেষে নায়ক হলেন পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজির চার জন শট নিয়ে জালের দেখা পেলেন সবাই, বিপরীতে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট আটকে দিয়ে দলকে উৎসবে মাতালেন দোন্নারুম্মা। তার বিশ্বস্ত কাঁধে চড়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পা রাখল ফরাসি ক্লাবটি।

২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন দোন্নারুম্মা। এবার তিনি হতাশায় ডোবালেন এই ইংলিশ ক্লাবকে।

এদিন প্যারিসে পুরোপুরি বন্দি হয়ে থাকা মোহামেদ সালাহ শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। এই ফরোয়ার্ড ম্যাচের প্রথম ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। চলতি মরসুমে ৩২টি গোল করা হয়ে গেল এই তারকার। তবে পরের ৪ মিনিটেই গোল শোধ করে পিএসজি। গোলটি করেন দেম্বেলে। দেম্বেলের গোলের কারণে দুই লেগ মিলিয়ে ১-১ সমতা টানে পিএসজি। এরপর পুরো ৯০ মিনিটে কোনও গোল হয়নি এবং অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়নি দুই দলই। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে পিএসজি।

Scroll to Top