৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কোচবিহারে মনিপুর কান্ড নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো

High News Digital Desk:

কোচবিহারে মনিপুর কান্ড নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো :

কোচবিহার, ১৮ই আগস্ট : মনিপুর কাণ্ডের প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে ও তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের নেতৃত্বে শুক্রবার প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করা হলো। এদিন এই মিছিল কোচবিহার ব্রাহ্ম মন্দির থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এল দাস মোড়ে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘ভারতীয় মহিলাকে করে নগ্ন বিজেপি তুমি খেলছো গেম, মোদী তুমি সেম সেম’ কার্যত এই স্লোগান কে সামনে রেখেই আজকের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হাতে সবুজ মোমবাতি নিয়ে মণিপুরের মহিলাদের ওপর হওয়া ন্যক্কারজনক অত্যাচারের প্রতিবাদে সরব হন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর কান্ড নিয়ে প্রথমে ছত্রিশ সেকেন্ড পরে সংসদে তিন থেকে চার মিনিটের মত বক্তব্য রাখেন। তিনি সেই ঘটনা নিয়ে পাঁচ মিনিটও ব্যয় করেননি বক্তব্য রাখতে। এই যদি মেয়েদের জন্য করা হয় ভারতবর্ষের মেয়েদের কি ভবিষ্যৎ রয়েছে আগামী দিনে বলে তিনি সংশয় প্রকাশ করেন।’ পাশাপাশি ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়ে গত ২৬শে জুলাই থেকে জেলায় জেলায় প্রতিবাদ সভার কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। আজ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কোচবিহার জেলাতেও প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হলো।

তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন ভারতবর্ষের মানুষ এই ইন্ডিয়া আগে দেখেনি। যে ইন্ডিয়া আদি বর্বরতা কেও হার মানিয়ে মেয়েদের বিবস্ত্র করে মিছিলে হাটায়, এই ইন্ডিয়া আগে কেউ দেখেনি। এটা বিজেপির নিউ ইন্ডিয়া। মেয়েদের ইজ্জত হানি করে প্রধানমন্ত্রী উন্নত মানের রাষ্ট্র ঘটনা করেছেন। এই ঘটনা লজ্জার। প্রধানমন্ত্রী মণিপুরের মানুষকে উৎসাহিত করেছেন। উত্তর প্রদেশের মিরাটেও এমন ঘটনা ঘটতে দেখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এটা নারী শক্তি। আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী শপথ গ্রহণ করছি। নারী নির্যাতনের বিরুদ্ধে ও সুবিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে আগামীদিনেও চালাবো এবিষয়ে কোনো সন্দেহ নেই।

Scroll to Top