৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের কাছে ০-২ হারের পর ‘বিপক্ষের প্রতি শ্রদ্ধা নেই,’ ডারউইন নুনেজকে তোপ লিওনেল মেসির’

High News Digital Desk:
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের কাছে ০-২ হারের পর ‘বিপক্ষের প্রতি শ্রদ্ধা নেই,’ ডারউইন নুনেজকে তোপ লিওনেল মেসির’

উরুগুয়ের তারকা ডারউইন নুনেজের বিরুদ্ধে বিপক্ষের ফুটবলারদের প্রতি শ্রদ্ধা না থাকার অভিযোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের কাছে ০-২ হারের পর বিপক্ষ দলের তারকার বিরুদ্ধে এই অভিযোগ করলেন মেসি। তাঁর মতোই সতীর্থরাও উরুগুয়ে দলের আচরণে ক্ষুব্ধ। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের পর থেকে এতদিন অপরাজিত ছিল আর্জেন্টিনা। গত ২০টি ম্যাচের মধ্যে ১৯টিতেই জয় পান মেসিরা। উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়রথ থামল। উরুগুয়ের প্রধান কোচ আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসা। ২ দশক আগে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে ছিলেন বিয়েলসা। তিনি মেসিদের খেলার ধরন জানেন। সেই জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়েই আর্জেন্টিনাকে হারিয়ে দিলেন বিয়েলসা। নিজেদের দেশের কোচের কাছেই হেরে হতাশ ও ক্ষুব্ধ মেসিরা। ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না মেসিরা। ৪১ মিনিটে প্রথম গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন রোনাল্ড আরাউয়ো। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নুনেজ। পুরো সময় খেলেন মেসি। কিন্তু তাঁর পক্ষে আর্জেন্টিনাকে জেতানো সম্ভব হল না। উরুগুয়ের বিরুদ্ধে হারের পর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘আমি কিছু আচরণ নিয়ে যা ভাবি, সে বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু বড়দের কাছ থেকেই শ্রদ্ধার বিষয়টি শেখা উচিত তরুণদের। এই ম্যাচে সবসময়ই কঠিন লড়াই হয়। এই ম্যাচ অত্যন্ত কঠিন হয়। কিন্তু সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা হজায় থেকেছে। ওদের এই বিষয়টি একটু শিখতে হবে। অষ্টমবার ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু জাতীয় দলের হয়ে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না লিওনেল মেসি।

Scroll to Top