কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক:
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী। তাঁর দাবি, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি। নিম্ম আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রায় এক মাস ধরে জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে এসএসকেএম হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছেন। গত নভেম্বর মাসে তাঁকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।কয়েক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বালুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে রক্তচাপ অনেকটা কমে যাওয়ায় আইসিইউ-তে স্থানান্তর করা হয় তাঁকে। তারপর থেকে এসএসকেএম-এই রয়েছেন তিনি। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে অভিযুক্ত মন্ত্রীর জন্য। তাঁর কেবিনের বাইরে রাখা হয়েছে সিসিটিভি। ফলে মন্ত্রীর সঙ্গে কারা দেখা করতে যাচ্ছেন, তার ওপরে নজর থাকছে ইডি-র।তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর আত্মীয়রা। তাঁর কাছে যেতে পারছেন না আইনজীবীরা। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল ইডি। চার্জশিটে উল্লেখ, রেশন বণ্টন ও ধান দুর্নীতির প্রধান কান্ডারী জ্যোতিপ্রিয়। কালো টাকা সাদা করার ব্লু প্রিন্টও তৈরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সাহায্যকারীদের দিয়েছিলেন সরকারী চাকরিও! ১৬২ পাতার যে চার্জশিট পেশ করেছে ইডি, সেখানে আরও একগুচ্ছ অভিযোগ উঠেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রায় সাড়ে ৫০০ কোটির দুর্নীতির কথা বলেছে ইডি।