- কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন
কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। গম্ভীর দল ছাড়ার পর আর সাফল্য আসেনি। সেই কারণেই তাঁকে ফেরাল কেকেআর। তবে এবার অন্য ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে। তিনি মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন গম্ভীর। সেই ফ্র্যাঞ্চাইজির মালিক কলকাতার বাসিন্দা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ফলে কলকাতার মালিকের দল ছেড়েই কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন গম্ভীর। তাঁর হাত ধরে কেকেআর সাফল্যের পথে ফিরবে বলে আশা করছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ২০২৩ সালের আইপিএল-এর পরেই শোনা গিয়েছিল, লখনউ ছাড়ছেন গম্ভীর। এ বিষয়ে গোয়েঙ্কাকে প্রশ্নও করা হয়েছিল। তিনি সরাসরি কোনও জবাব দেননি। গম্ভীরও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কেকেআর কর্ণধার শাহরুখ খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে পুরনো দলে ফেরার ইঙ্গিত দেন। আইপিএল ট্রফি হাতে একটি ছবি শেয়ার করেন গম্ভীর। সেই ছবিতে দেখা যায়, তাঁকে আদর করছেন শাহরুখ। এরপর বুধবার জানা গেল, কেকেআর-এ ফিরছেন প্রাক্তন অধিনায়ক। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ঘোষণা করেছেন গম্ভীর। তিনি কেকেআর–এর ২৩ নম্বর জার্সি পরে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি ফিরলাম। আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর। আমি কেকেআর। ’গম্ভীর দলে ফেরায় খুশি শাহরুখ। তিনি বলেছেন, ‘গৌতম সবসময়ই আমার পরিবারের সদস্য। আমাদের অধিনায়ক অন্য ভূমিকায় দলে ফিরছে। ওর অভাব অনুভব করেছি। এবার আমরা আশা করি চান্দু স্যার ও গৌতম দলে হার না মানা মনোভাব ফিরিয়ে আনবে এবং টিম কেকেআর জাদু দেখাবে।’ আইপিএল-এ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন গৌতম গম্ভীর। এবার মেন্টর হিসেবেও দলকে সাফল্য এনে দিতে চান ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।