৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের বেহাল দশা প্রসঙ্গে সরব বিধায়ক

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে| বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শনের পর গ্রন্থাগারের বেহাল পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি| বিধায়ক জানিয়েছেন, বিধানসভা অধিবেশন চলাকালীন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের বেহাল দশা নিয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি জানিয়েছিলেন, যে এই গ্রন্থাগারের বহু-মূল্যবান পুঁথি এবং দুষ্প্রাপ্য বইগুলি সংরক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে| গ্রন্থাগার মন্ত্রী সেইসময় বলেন, বিধায়ক নিখিল রঞ্জন দে ভুল তথ্য পরিবেশন করেছেন| এই গ্রন্থাগারে একাধিক প্রাচীন বহু-মূল্যবান পুঁথি এবং দুষ্প্রাপ্য বই রয়েছে, যেগুলি সঠিকভাবে সংরক্ষণ না হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে| বিষয়টি তিনি আবারও বিধানসভায় জানাবেন এবং গ্রন্থাগার মন্ত্রীকে আবারও একটি চিঠি লিখবেন বলে জানিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক| তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারে পর‌্যাপ্ত স্টাফ নেই| পাঠকদের বসে পড়ার মতো উপযুক্ত স্টাডি-রুম নেই| রাজ্য সরকার যদি এই গ্রন্থাগারের পরিকাঠামো বৃদ্ধি করতে না পারে, সেক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করবেন বলে জানিয়েছেন বিধায়ক নিখিল রঞ্জন দে|

Scroll to Top