- ৫১ বছর পূর্ণ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
৮ জুলাই ৫১-তে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে জানিয়েছিলেন, বিশেষ ঘোষণা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটা জানার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার একেবারে আলাদা ভূমিকায় থাকবেন সৌরভ। সৌরভকে শিক্ষক হিসেবে পাওয়া যাবে একটি নতুন অ্যাপের কথা জানালেন সৌরভ। অ্যাপটির নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’।১৬ বছরের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গেই ভাগ করে নেবেন। যা আয় হবে এই অ্যাপের মাধ্যমে সেটি দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে। এভাবেই সমাজ কল্যাণের কাজে লাগতে চাইছে সৌরভগঙ্গোপাধ্যায়। এই কোর্সে ভর্তি হওয়ার খরচ খুব বেশি নয়। ৪৯৯ টাকা লাগবে ভর্তি হতে। জাতীয় দলের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩টি টেস্ট ম্যাচ এবং ৩১১টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৫টি ম্য়াচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন।তিনি মোট ১৮,৫৭৫ রান করেছেন। তবে একটিমাত্র আইসিসি ট্রফি জেতেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন অধিনায়ক সৌরভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের শেষ ম্যাচ ২০০৮ সালে নাগপুরে। সেই ম্যাচ খেলেই অবসর নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি সিএবি এবং বিসিসিআই-এর প্রেসিডেন্টও হয়েছিলেন।