- ৪২ বছরে পা দিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি
বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৪২ বছরে পা দিলেন। ১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম ধোনির। ২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় ধোনির। ২০১৫ সালে কন্যাসন্তান জীভার জন্ম। কাশ্মীরে কিছুদিন মিলিটারি ক্যাম্পে সময় কাটান মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে ভারতীয় সেনার সাম্মানিক পদ দেওয়া হয়েছে। বয়সের সঙ্গে ব্যক্তিত্বের ধার যেন আরও বেড়েছে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অথচ জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি বরং তা বেড়েই চলেছে। প্রত্যেক ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ দিন ৭ জুলাই। এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা বসে থাকেন। এবারের আইপিএলেও দলকে চ্যাম্পিয়ন করেছেন। বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক যাঁর দখলে রয়েছে আইসিসি পরিচালিত তিনটি টুর্নামেন্টেরই ট্রফি। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত তাঁর নেতৃত্বে।