৪০ হাজার টাকা হাতাতে গিয়ে পুলিসের জালে সেনাকর্মী:
নিজের অপহরণের গল্প ফেঁদেছিলেন সেনাবাহিনীর কর্মী। তাই তাঁকে অপহরণ করা হয়েছে বলে ফোন করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করার ছক কষেছিলেন ওই সেনাকর্মী। রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে অত্যধিক মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তির খোঁজ পায় গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখার আধিকারিকরা। বেশ কিছু টাকার প্রয়োজন হয় ওই সেনাবাহিনীর কর্মী যুবকের। সেই টাকা হাতাতে নিজেই নিজের অপহরণের গল্প ফেঁদেছিলেন । তাঁর পরিবার পুলিশে খবর দেন। সেই খবর পেয়ে তদন্তে নেমে তাঁকে উদ্ধার করে কলকাতা পুলিশ।অভিযুক্ত সেনাকর্মীর নাম অরুণ গুলেরিয়া। হিমাচল প্রদেশের বাসিন্দা ওই ব্যাক্তি সেনাবাহিনীর শিখ রেজিমেন্ট-এর অরুণাচল প্রদেশ সেক্টরের একজন রন্ধনকর্মী। শনিবার কলকাতার কম্যান্ড হাসপাতালে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন। আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে বেরিয়ে নিজেই সটান নিউ মার্কেটে চলে যান। সেখানে একটি হোটেলে নিজের পরিচয় দিয়ে ভাড়া থাকতে শুরু করেন। আর সেখানে বসেই এই অপহরণের গল্প ফেঁদে পরিবারকে ফোন করেন। মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দিতে বলেন। তদন্তে নেমে বেশ কয়েকটি পদক্ষেপ করে লালবাজার। তার মধ্যে একটা হল মোবাইল লোকেশন ট্র্যাক। তাতে অনেকটা পরিষ্কার হয়ে যায় বিষয়টি। তারপর ওই এলাকার হোটেলে গিয়ে পৌঁছলে রেজিস্ট্রারে নাম দেখতে পান পুলিশ কর্তারা। নিউ মার্কেট থানা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে তাকে সেনা কতৃপক্ষের হাতে তুলে দিতে চলেছে বলে জানা গিয়েছে।