২০ টাকা বাড়ল পেট্রল, ডিজেলের দাম! মাথায় হাত আমজনতার :
কয়েকদিন আগে অর্থাত্ ১৪ই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস| আর এই দিন উদযাপনের পর দেশবাসীকে এক অদ্ভত উপহার দিল পাক সরকার| পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির উপহার দিল সরকার| চলতি মাসের ১ তারিখ পেট্রোলের লিটার প্রতি দাম ১৯.৯৫ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম ১৯.৯০ টাকা বৃদ্ধি পেয়েছিল| এদিন (ৱুধবার) ফের একইভাবে পেট্রোল, ডিজেলের দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেল| ফলে এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৯০.৪৫ টাকা| এবং বর্তমানে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৯৩.৪০ টাকা| সুতরাং বেহাল দশায় পাকিস্তান|
এমনিতেই সে দেশে এখন মুদ্রাস্ফীতি চরমে| দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তার মধ্যেই ফের একবার পেট্রল- ডিজেলের দাম বৃদ্ধির ফলে রীতিমতো হতাশ আমজনতা|