৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

হু-র সঙ্গে সম্পর্ক ছিন্ন আমেরিকার, হতাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

High News Digital Desk:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে বেরিয়ে আসছে আমেরিকা। সেই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, হু তাঁদের নিরপেক্ষতা হারিয়ে এখন চিনপন্থী হয়ে গিয়েছে। উল্লেখ্য, এখন হু বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ অনুদান পায় তার ১৮ শতাংশই দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, “আমি যখন ছিলাম, তখন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার দিয়েছিলাম, ১.৪ বিলিয়ন জনসংখ্যা নিয়ে চিন, তাঁরা ৩৯ মিলিয়ন টাকা দিয়েছিল। আমরা ৫০০ মিলিয়ন দিয়েছিলাম। এটা আমার কাছে একটু অন্যায় মনে হলো।”

ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে হু-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস টুইট করেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুঃখের সঙ্গে ঘোষণা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র হু থেকে ছিন্ন হতে চায়। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র পুনর্বিবেচনা করবে এবং আমরা গঠনমূলক আলোচনার জন্য মুখিয়ে আছি।”

Scroll to Top