হাথরাসে (Hathras) পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যর ঘটনায় যোগী সরকারকে তলোধোনা করলেন সমাজবাদী পার্টি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)| সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, এই সরকার সব জানত| তৱু বিপুল ভক্তসমাগমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি| এত মানুষের প্রাণহানি সহ যে বিরাট ক্ষয়ক্ষতি ঘটে গেল, তার দায় উত্তরপ্রদেশ সরকারের| তাঁর আরও অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কাজে দেরি করেছে প্রশাসন| ঘটনাস্থলে দেরিতে গাড়ি পৌঁছেছে| ঠিক সময়ে গাড়ি পৌঁছলে, কিছ প্রাণ রক্ষা পেত| যাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তাঁরাও সময়ে অক্সিজেন ও ওষুধ পাননি|
সপা সাংসদের অভিযোগ গুরুতর নিঃসন্দেহে| হাথরাসের ঘটনায় কংগ্রেস সাংসদরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন| উঠেছে সিবিআই তদন্তের দাবিও| এরই মধ্যে জোরদার হয়েছিল সংসদের উভয় কক্ষে হাথরাসকাণ্ড নিয়ে আলোচনার দাবি| সব মিলিয়ে বেশ চাপে যোগী সরকার| উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৱুধবার হাথরাসে পৌঁছন| সরকারি হাসপাতালে গিয়ে ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি| খোঁজখবর নেন তাঁদের শারীরিক পরিস্থিতির| সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, হাসপাতাল থেকে বেরিয়ে হাথরাস পুলিশ লাইনে মন্ত্রী ও মুখ্যসচিব সহ উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রিভিউ বৈঠক করেন যোগী আদিত্যনাথ|
বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এটা চড়ান্ত যন্ত্রণা ও গভীর বেদনার ঘটনা| নিহতদের পরিবারের প্রতি আমরা সহমর্মী| বিজেপির দাবি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে সম্ভাব্য সবরকম সাহায্য পৌঁছতে বিন্দুমাত্র কসুর করছে না উত্তরপ্রদেশ সরকার| পাশাপাশি, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনও না ঘটে, তার জন্য গোটা দেশকেই আরও সচেতন হতে হবে বলে মত প্রকাশ করেছে বিজেপি নেতত্ব|
