৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

হাইকোর্টে প্রাথমিক রিপোর্টের তাগিদ, জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতা : চিকিৎসক-তরুণী খুনের ঘটনায় কি গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় একাই জড়িত? নাকি এর পিছনে রয়েছে আরও কেউ? নির্যাতিতার বাবা-মায়ের অবশ্য দাবি, এই ঘটনায় জড়িত রয়েছে মৃতার সহকর্মীরাও। মুখ্যমন্ত্রীর সামনেও এই দাবি বার বার করেছেন তাঁরা। এবার সিবিআইকে বেশ কয়েকজনের নামের তালিকা জমা দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও ইন্টার্নের নাম রয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি।

পিটিআই সূত্রে খবর, সিবিআইকে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি জড়িত বলে তাঁদের সন্দেহ। সিবিআই সূত্রে খবর, মৃতার বাবা-মায়ের সন্দেহের তালিকা থেকে বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এখনও পর্যন্ত মোট ৩০ জনের তালিকা প্রস্তুত করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদের নামের তালিকা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ করা হতে পারে বেশ কয়েকজন পুলিশ কর্মীকেও।

সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে অনেক মেডিক্যাল পড়ুয়া থেকে চিকিৎসকের। শুক্রবার বেশ কিছু পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্তচৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ঘটনার পুনর্নির্মাণ করে বিষয়টি বুঝে নিতে চাইছেন গোয়েন্দা আধিকারিকরা। শুক্রবারই ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। দ্রুত তদন্ত এগিয়ে হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট দিতে তৎপর সিবিআই।

Scroll to Top