কলকাতা : মঙ্গলবার, সন্ধে ৬টা ১০| অনধিক ১০ জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দলকে নবান্নে উচ্চতর প্রশাসনিক বৈঠকে ডেকে স্বাস্থ্য সচিবের ইমেল| স্বাস্থ্য ভবনের সামনে তখন চলছে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ| তার আগে স্বাস্থ্য ভবন অভিযান আটকে দেয় পুলিশ| বাধা পেয়ে জুনিয়র চিকিৎসকরা রাস্তাতে শুরু করেন অবরোধ কর্মসূচি| এর মধ্যে স্বাস্থ্য সচিবের ইমেল পৌঁছয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অ্যাকাউন্টে| কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সেই ইমেলে সাড়া দিতে সম্মত হননি|
সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট জানিয়েছে, ইমেলের শর্ত ও পদ্ধতি অপমানজনক| স্বাস্থ্য ভবন অভিযানের পিছনে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল, স্বাস্থ্য সচিবের অপসারণ| সেক্ষেত্রে স্বাস্থ্য সচিবের অ্যাকাউন্ট থেকেই মেল আসায় তাঁরা যুগপৎ বিস্মিত ও অপমানিত বলে জানান আন্দোলনকারীরা| এছাড়া প্রতিনিধি দলের সর্বাধিক সদস্যসংখ্যা নিয়েও নিজেদের আপত্তি পরিষ্কার করে দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট | ইমেলে আন্দোলনকারীদের স্যার বলে সম্বোধন করা হয়েছে| সেক্ষেত্রে মহিলা আন্দোলনকারীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসকরা| সব মিলিয়ে স্বাস্থ্য সচিবের ইমেল সম্পূর্ণ বিফলে যায়| যদিও সম্মানজনক শর্ত ও পদ্ধতি মেনে আলোচনায় এখনও কোনও অসুবিধা নেই বলে জানিয়ে রেখেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট|
অন্য দিকে, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী| কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি| মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলতে পারে বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেকথাও স্মরণ করিয়েছেন চন্দ্রিমা| তবে এরপরেও স্বাস্থ্য ভবনের সামনে অব্যাহত অবরোধ অবস্থান|