গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরে মাথা তুলেছিল দেশের শেয়ার বাজার। সোমবার সপ্তাহ শুরুর সকালে সেই অগ্রগতি বজায় থাকল। সকাল পৌনে ১১টা নাগাদ সেনসেক্স উঠে হয় ৮২,৫৮৩.১৮। নিফটি ২৫,১৩২.৭৫-এ পৌঁছেছে। মুদ্রার বাজারের প্রাথমিক লেনদেনে ডলারের নিরিখে কিছুটা উঠেছে টাকাও। এ দিন লন্ডনে আমেরিকা এবং চিনের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে শুল্ক সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। তার আগে কিছুটা এগিয়েছে এশিয়ার বিভিন্ন বাজার।
