৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

সোমবার ভোরবেলায় কলকাতা পৌঁছলেন  ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিস কোচ কার্লোস কুয়াদ্রাত

High News Digital Desk:
  • সোমবার ভোরবেলায় কলকাতা পৌঁছলেন  ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিস কোচ কার্লোস কুয়াদ্রাত

লাল হলুদ সমর্থকদের অপেক্ষার অবসান ঘটল। সোমবার ভোরবেলা কলকাতা পৌঁছলেন  ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিস কোচ কার্লোস কুয়াদ্রাত। কার্লোসর সঙ্গে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের নতুন সহকারী কোচ দিমাস দেলগাদো। এবং লাল-হলুদের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যালবার্ট মার্টিনেজ।  নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্লেসকে স্বাগত জানানোর জন্য ভিড় করেছিলেন একাধিক লাল-হলুদ সমর্থক। নতুন কোচ শহরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা দেন ভক্তরা। স্প্যানিশ কোচের কাছে ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই আবদার, অধরা সাফল্য এনে দিন ক্লাবকে।পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে। কুয়াদ্রাতের হাত ধরেই লাল হলুদে নতুন যুগ শুরু হতে চলেছে, সেই স্বপ্নেই বিভোর ভক্তকুল। কলকাতা লিগে বিএসএসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তবে সেই ম্যাচ দেখতে যাবেন না কুয়াদ্রাত। জানা গিয়েছে, সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকেই সোমবারের ম্যাচে খেলতে দেখা যেতে পারে। কারণ ডুরান্ড কাপের আগে তাঁদের ম্যাচ প্র্যাক্টিসের দরকার বলেই মনে করছেন লাল হলুদের নয়া কোচ।  ভারতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৪ বছর বয়সী কুয়াদ্রাতের। ২০১৬-১৮ পর্যন্ত কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন। সেই সময় বেঙ্গালুরুকে ফেডারেশন কাপ এবং প্রথম সুপার কাপ জিততে সাহায্য করেন। ২০১৮ সালে প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নেন কুয়াদ্রাত। প্রথম মরশুমেই ২০১৮-১৯ দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন কার্লোস কুয়াদ্রাত। মঙ্গলবার থেকেই এই আইএসএল জয়ী কোচ ডুরান্ড কাপের অনুশীলন শুরু করে দেবেন।

Scroll to Top