৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

সায়নী ঘোষের পাঠানো  নথিতে সন্তুষ্ট নয় ইডি

High News Digital Desk:

সায়নী ঘোষের পাঠানো  নথিতে সন্তুষ্ট নয় ইডি:

ইডির  ডাক এড়িয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। ৫ জুলাই হাজিরা দেওয়ার জন্য সময় নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বুধবার নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ছিল সায়নীকে। তদন্তকারী আধিকারিকরা বলছেন, সায়নী নিজেই ডেট নিয়েছিলেন ৫ তারিখের জন্য। কিন্তু এরপরেও তিনি আসলেন না। বুধবার ফের তাঁকে তলব করেছিল ইডি৷ কিন্তু, এদিন তিনি হাজিরা দিলেন না৷ সকালই পোঁছে গেলেন পূর্ব বর্ধমানের গলসিতে৷ হুডখোলা গাড়িতে বসে দু’পাশে তৃণমূল কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল যুবনেত্রীকে। সায়নী ঘোষের পাঠানো  নথিতে সন্তুষ্ট নয় ইডি। কারণ সেই নথি অসম্পূর্ণ। সায়নী নিজের নামে কেনা ফ্ল্যাটের তথ্য দিয়েছেন। কিন্তু জমা দেননি মায়ের নামে কেনা ফ্ল্য়াটের লেনদেনের নথি। এছাড়া আরও একটি ফ্ল্যাটের নথি দেননি। পাশাপাশি কলোনি ল্যান্ড নামে অন্য একটি সম্পত্তি বিক্রির নথিও দেননি। ওই সম্পত্তির নথি চেয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইডি সূত্রে জানা যাচ্ছে পাঠানো নথির সঙ্গে একটি চিঠিও দেন সায়নী। সেই চিঠিতে তিনি লিখেছেন বাকী নথি তিনি পরে জমা দেবেন। সায়নী যে গাড়িটি ব্যবহার করেন সেটার নথিও পেশ করতে বলা হয়েছিল। তবে সায়নী ঘোষ দাবি করেন, গাড়িটি তাঁর নিজেরই। ইডি সূত্রের খবর, নথি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইতে সায়নীকে আবার তলব করা হতে পারে।

Scroll to Top