২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

 সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও কুয়েত ম্যাচ ১-১ ড্রয়ে শেষ হল

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  গোল করেও দলকে জেতাতে পারলেন না সুনীল ছেত্রী। ১-১ ড্রয়ে শেষ হল ম্যাচ।  এই ড্রয়ের ফলে গ্রুপ ‘বি’-র শীর্ষে শেষ করার সুযোগও হাতছাড়া করলেন ব্লু টাইগার্সরা। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা আগেই পাকা করে রেখেছিল ভারত। গোটা প্রথমার্ধ জুড়েই ভারতীয় তারকারা বারংবার ছেত্রীকে দিয়ে গোল করানোর প্রচেষ্টায় ছিলেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে সেই লক্ষ্যে সফল হয় ভারত। এটি তাঁর কেরিয়ারের ৯২তম আন্তর্জাতিক গোল। এই গোলের সুবাদেই নতুন ইতিহাসও লিখলেন সুনীল ছেত্রী। ২৪তম গোল  সাফ চ্যাম্পিয়নশিপে ছেত্রীর। বারংবার ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করেন কুয়েতের আলখালদি ভারতীয় রক্ষণের সামনে আটকে যাচ্ছিলেন।ম্যাচের ৯২তম মিনিটে শেষমেশ গোল হয় কুয়েতর।ঝামেলায় জড়িয়ে পড়েন ম্যাচের শেষের দিকে দুই দলের খেলোয়াড়রা এর ফলে লাল কার্ডও দেখেনভারতের রহিম আলি এবং কুয়েতের আমেদ আলখালাফ।  ৯২তম মিনিটে কুয়েতর গোলের জেরেই ভারতকে ১-১ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয়।

Scroll to Top