৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারত

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবার রাতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেডিয়াম জুড়ে তখন উৎসব চলছে।’ম্যাচের মাত্র ১৪ মিনিটে গোল খেলে আত্মবিশ্বাসে প্রভাব পড়তে বাধ্য। সুনীল ছেত্রী সেটি হতে দেননি। সতীর্থদের আগলে রেখেছেন। সঙ্গ দিয়েছে গ্যালারি। কখনও ছেত্রী…ছেত্রী…ধ্বনি। কখনও বা ‘বন্দে মাতরম’ এবং ‘মা তুঝে সালাম’। গোল খেয়েও কি আর ভেঙে পড়া যায়! ভারতীয় দলও ভেঙে পড়েনি। তাগিদ বাড়িয়েছে। ৩৯ মিনিটে  ছাংতের গোলে সমতা ফেরায় ভারত। সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছিল ভারত। ফাইনালেও কুয়েতের বিরুদ্ধে নায়ক হয়ে উঠলেন গুরপ্রীত সিং সান্ধু লেবানন ম্যাচের মতো । কুয়েতের প্রথম শটই বাঁচিয়ে দেন গুরপ্রীত।  উদান্ত সিং শট মিস করায় দু-দলই চাপের মুহূর্তে ছিল। সাডেন ডেথে কুয়েত অধিনায়কের শট বাঁচিয়ে ভারতের জয় নিশ্চিত করেন গুরপ্রীত।’ সন্দেশ ঝিঙ্গান বলছেন, ‘টানা দু-ম্যাচ টাইব্রেকারে জয়। চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। গ্যালারি সারাক্ষণ আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।  এত সুন্দর পরিবেশ। এ ভাবে আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ। এই জয় সমর্থকদের জন্যই। ট্রফির হ্যাটট্টিক করে উচ্ছ্বসিত অধিনায়ক সুনীল ছেত্রীও। বলছেন, ‘দলের প্রত্যেকেই সারাক্ষণ চেষ্টা করে গিয়েছে।  ম্যাচটা একেবারেই সহজ ছিল না। আরও একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। এর চেয়ে ভালো ফল হতে পারে না। টানা দুটো ম্যাচ টাইব্রেকারে গড়াল। কিন্তু খুবই খুশি জিতে মাঠ ছাড়তে পেরে।

Scroll to Top