সম্পন্ন হল কোচবিহার জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া :
নিজস্ব সংবাদদাতা: প্রথমবার জিতেই কোচবিহার জেলা পরিষদের সভাপতির কুর্সিতে বসলেন সুমিতা বর্মন| সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির নির্বাচনপর্ব সম্পন্ন হয়| সভাধিপতি হিসেবে নির্বাচিত হন কোচবিহার জেলা পরিষদের ১৫ নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সুমিতা বর্মন এবং সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত কোচবিহার জেলা পরিষদের ১৭ নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল জলিল আহমেদ| এদিন সভাধিপতি ও সহ-সভাধিপতির নির্বাচনপর্ব সম্পন্ন হওয়ার পর জেলা পরিষদের সকল সদস্যরা বেরিয়ে এলে দলের পক্ষ থেকে তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হয়| ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিত্ দে ভৌমিক, কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, প্রবীণ তৃণমূল নেতা নিরঞ্জন দত্ত প্রমূখ| প্রসঙ্গত, কোচবিহার জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি আসন দখল করে তৃণমূল| ২টি আসনে জয়লাভ করে বিজেপি| কোচবিহার জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি নির্বাচিত হয়| নতুন প্রজন্মকে সামনে আনতে এবার কোচবিহার জেলা পরিষদে সভাধিপতি হিসেবে নতুন মুখ নিয়ে আসা হয়েছে বলে দাবি তৃণমূলের| প্রথমবার জেলা পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হওয়ায় নতুন মুখ হিসেবে সুমিতা বর্মনকে জেলা পরিষদের সভাধিপতি করে রাজ্য নেতৃত্ব| পাশাপাশি প্রবীণ নেতা আব্দুল জলিল আহমেদকে সহ-সভাধিপতি নির্বাচিত করে| নবীন-প্রবীণের মেলবন্ধনেই বর্তমানে জেলা পরিষদ উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে| আগামী দিনে পানীয় জল, রাস্তাঘাটের উন্নয়ন সহ কোচবিহারবাসীর উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত সভাধিপতি সুমিতা বর্মন| জেলা পরিষদের সদ্য নির্বাচিত সহ-সভাধিপতি আব্দুল জলিল আহমেদ জানিয়েছেন, আগে ছিল একটি দফতর| দল তাঁকে জেলা পরিষদের সহ-সভাধিপতি নির্বাচিত করায় এখন কাজের গতি আরও বাড়বে| উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে টাই-আপ করে উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সব ধরণের কাজের সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি| পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিত্ দে ভৌমিক জানিয়েছেন, যিনি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্যা| গ্রাম পঞ্চায়েতের যে একটি বৃত্ত সম্পন্ন হল সব কিছুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে| তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বহুবছর পর কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসেছিলেন| চাঁদমারিতে তিনি সভা করেছিলেন| কোচবিহারকে মুখ্যমন্ত্রী অন্য চোখে দেখেন| মুখ্যমন্ত্রী কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে যাঁকে মনোনীত করেছেন, তাঁকে সামনে রেখেই জেলার সার্বিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে| উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, একটা বৃত্ত শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে| এদিন জেলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি নির্বাচনের মধ্য দিয়ে বৃত্তটা সম্পন্ন হল| নতুন এবং পুরনোদের সমন্বয়ে আগামী দিনে কোচবিহার জেলার উন্নয়ন প্রক্রিয়া আরও এগিয়ে যাবে|