৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ, চাপে প্রাক্তন অধ্যক্ষ

কলকাতা : আরও বেকায়দায় সন্দীপ ঘোষ? শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দুটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। একটি মামলা করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। অন্যটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

এদিন আখতার আলির মামলা উঠেছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। হাইকোর্টে মামলাকরি আখতার আলির আইনজীবী সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি রাখেন। ‘২০২৩ সালে হাসপাতালের মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। তারা তলবও করেছিল সন্দীপ ঘোষকে। পরে মেডিক্যাল বর্জ্য দুর্নীতি নিয়েও প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ হয়। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই সিটের ওপর ভরসা নেই,’ আদালতকে জানান আখতারের আইনজীবী। শুক্রবার মামলার শুনানিতে আদালত আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁর পর্যবেক্ষণে বলেন,‘আরজি করের মূল ঘটনার তদন্ত বর্তমানে সিবিআই করছে, তাই আর্থিক দুর্নীতির তদন্তও তারাই করুক।’ বিচারপতির মতে, একাধিক সংস্থা তদন্ত করলে সময় অনেক বেশি লাগতে পারে।

এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ আসতেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সন্দীপের বক্তব্য না শুনেই সিবিআই তদন্ত দেওয়া হয় বলে দাবি করেন সন্দীপের আইনজীবী। সিবিআই তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করেনি  ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশে ছুটিতে সন্দীপ। বর্তমানে আরজি করের ঘটনায় রোজই সিবিআইয়ের জেরার মুখে সন্দীপ ঘোষ। এবার হাইকোর্টের নির্দেশে আরও চাপে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ।

Scroll to Top