৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

‘সঙ্গে আছি,’ আন্দোলনকারীদের বললেন রাজ্যপাল

কলকাতা : রাতে ভাঙচুর-হামলার ঘটনার পর, দুপুরে আরজি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। দেন সুবিচারের আশ্বাস। হামলার পর হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল।

আন্দোলনকারীদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, ‘আমি আপনাদের সঙ্গে আছি। বিচার আপনারা পাবেন। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’ বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। সে’ বিষয়ে রাজ্যপালের মন্তব্য, ‘আগামী দিনে আপনাদের সঙ্গে কথা বলে মতামত নিয়ে পদক্ষেপ করব আমরা।’

বুধবার প্রথম আরজি করের ঘটনা নিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, ‘আরজি করের ঘটনা ভয়াবহ। এই ঘটনায় আমাদের বিবেকে একটা ঝাঁকুনি লাগা দরকার। এই ঘটনা বাংলার কাছে লজ্জার।’

আরজি কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার পর আতঙ্কের পরিবেশ থাকলেও, তা উপেক্ষা করেই ফের সকাল থেকে আন্দোলন মঞ্চে চিকিৎসক পড়ুয়ারা। সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।তারপর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ঘুরে দেখেন তিনি। খোঁজ নেন আরজি কর হাসপাতালের বর্তমান পরিস্থিতির।

Scroll to Top