৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

সকাল ১০টা বেজে ৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়

High News Digital Desk:

সকাল ১০টা বেজে ৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়:

প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার বেলা ১০টা ৫৭মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।  সেখানে পৌঁছনর পর তিনি চলে যান সিজিও কমপ্লেক্সের ৬ তলায় ইডির দফতরে।  উল্লেখ্য, ইডির তলবে রুজির সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এদিন রুজিরা হাজিরা দেওয়ায় সেই জল্পনার অবসান হল। এর আগে কয়লা পাচার মামলায় রুজিরার নাম উঠে এসেছিল। প্রশ্ন উঠেছিল বিদেশে থাকা রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে। সেই মামলাতেও হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী। তবে নিয়োগ মামলায় এটাই প্রথম হাজিরা তাঁর। নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম সামনে আসার পরই একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, টাকা লেনদেনের ক্ষেত্রে হাতবদলের  যে তদন্ত তারা করছেন, সেখানে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কারণ এর আগে যে সমস্ত নথিপত্র তারা পেয়েছেন, বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় যখন তারা তল্লাশি অভিযান চালান, তখন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার লেনদেন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। সে কারণেই ওই সংস্থার কর্তাদের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য চেয়েছিল হাইকোর্ট। এরপরই নোটিস যায় অভিষেকের পরিবারের সদস্যদের কাছে। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্রীয় সংস্থা যে সব নথি চেয়েছে, তা দিতেই হবে অভিষেককে। মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল আদালত। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি করে ইডি দফতরে পৌঁছে দেওয়া হয়েছে নথি। আর আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেকের স্ত্রীকে। নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহেই রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। এদিন সকাল থেকে সিজিও কমপ্লেক্সে মোতায়েন ছিল পুলিশ। আশেপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। পুলিশকে এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে যান নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন রুজিরা। যদিও কয়লা পাচার মামলায় এর আগে তিনি দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা আমিত বন্দ্যোপাধ্যায়ের মতো রুজিরাও একসময় লিপ্স এন্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন। সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। অভিষেকের মা-বাবাকেও লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। এর জন্য তাদের ডেকে পাঠানোও হয়েছিল। কিন্তু তাঁরা হাজিরা এড়িয়ে ছিলেন এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে ছিল ইডি। কিন্তু তিনিও দিল্লিতে কর্মসূচির জন্য ইডির দফতরে হাজিরা দেননি। জানা গিয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির ৩ জন আধিকারিক থাকবেন। যার মধ্যে একজন থাকবেন মহিলা।

Scroll to Top