কলকাতা : আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী সহ একাধিক ডিওয়াইএফআই নেতাকে তলব করেছিল লালবাজার। এবার সেই পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।বিচার চেয়ে কলকাতা পুলিশের কমিশনারের দ্বারস্থ হয়েছেন তিনি। ৯ আগস্ট আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের সামনেই প্রতিবাদে বসেছিলেন সিপিআইএমের যুব নেত্রী। সন্ধে সাড়ে ৭টা নাগাদ তড়িঘড়ি পুলিশ মৃতদেহ বার করে নিয়ে যেতে চাইলে, গাড়ি আটকে পরিবারের সঙ্গে কথা বলেন মীনাক্ষী। সেই সময় পুলিশ তাঁর বুকে ধাক্কা মারে ও ঘুষি চালায় বলে অভিযোগ বাম নেত্রীর। মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ তাঁকে বল প্রয়োগ করে বলে অভিযোগ। এই মর্মে কলকাতা পুলিশের কমিশনারের কাছে চিঠি দিয়ে এফআইআর দায়ের করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। চিঠিতে তদন্ত ও শাস্তির দাবি তুলেছেন তিনি।
একটি ছবি প্রকাশ করা হয় ডিওয়াইএফআইয়ের তরফ থেকে। সেখানে দেখা যায়, এক পুরুষ পুলিশ অফিসার মীনাক্ষীর হাত ধরে টানছে। পুলিশ কমিশনারকে চিঠিতে মীনাক্ষী লিখেছেন, ‘পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, সজোরে ঘুষি চালায়। মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে। সাধারণ মানুষের দাবি মেনে, আমি এবং আমার বন্ধুরা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এবং নিহতের পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশায় প্রতিবাদ কর্মসূচির মধ্যে এই ঘটনার ফলস্বরূপ তীব্র ব্যাথা ও যন্ত্রণা উপলব্ধি করলেও, শুরুতে গুরুত্ব দিইনি। পরবর্তী সময়ে প্রতিবাদ যখন আরও জোরালো হয়ে ওঠে, তখন রাস্তায় প্রতিবাদ করার কারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে অপরাধী পুলিশরা। উক্ত ঘটনায় উপস্থিত সকল অপরাধী পুলিশের বিরুদ্ধে FIR-পূর্বক তদন্ত করে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে আর্জি জানাই।’ মীনাক্ষীর এই অভিযোগের পর কলকাতা পুলিশ আদৌ কোনও ব্যবস্থা গ্রহণ করে কিনা, সেটাই দেখার।