৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান

High News Digital Desk:
  • শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল আফগানরা। এদিন হেরে যাওয়ার ফলে সেমি-ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল শ্রীলঙ্কা। ৬ ম্যাচ খেলে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ৪। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে শ্রীলঙ্কা। ৭ নম্বরে নেমে গেল পাকিস্তান। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কাকে পয়েন্ট তালিকায় পিছনে ফেলে দেওয়া আফগানদের জন্য বিশেষ কৃতিত্বের। হাশমাতুল্লাহ শাহিদি, ফজলহক ফারুকিরা যে লড়াই করছেন, তাতে তাঁদের দেশ গর্বিত। পয়েন্ট তালিকায় অবস্থান ধরে রাখতে পারলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিল আফগানিস্তান। ইনিংসের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। চতুর্থ বলেই আউট হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (০)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন ইব্রাহিম জর্দান (৩৯) ও রহমত শাহ (৬২)। ৫৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শাহিদি। ৭৩ রান করে অপরাজিত থাকেন ওমরজাই। শ্রীলঙ্কার হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন দিলশন মদুশনাকা। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন কাসুন রঞ্জিতা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৪৬ রান করেন ওপেনার পথুম নিশাঙ্ক। অপর ওপেনার দিমুথ করুণারত্নে মাত্র ১৫ রান করেই আউট হয়ে যান। ৩৯ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। সাদিরা সমরবিক্রমা করেন ৩৬ রান। চরিত আসালাঙ্কা করেন ২২ রান। ১৪ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ২৩ রান। ১ রান করেই রান আউট হয়ে যান দুষ্মন্ত্য চামিরা। মাহিশ থিকসানা করেন ২৯ রান। ৫ রান করেই রান আউট হয়ে যান রঞ্জিতা। আফগানিস্তানের হয়ে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফজলহক। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন মুজিব-উর-রহমান। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন ওমরজাই। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান।

Scroll to Top