৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের ভাতা বৃদ্ধি চাই না”

High News Digital Desk:

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের ভাতা বৃদ্ধি চাই না”:

মন্ত্রী, বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। একলাফে ৪০ হাজার! বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকী বিধায়কদেরও। এদিন বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  রাজ্যের বিধায়কদের একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ছে ।  এতদিন মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। পূর্ণমন্ত্রীরা পাবেন এবার থেকে দেড় লক্ষ টাকা। প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ লক্ষ টাকা। তিনি নিজে অবশ্য় কোনও বেতন নেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর বেতন বৃদ্ধির কথা ঘোষণাও করেননি। মুখ্যমন্ত্রীর বেতন ‘শূন্য’! বিধানসভার স্পিকার অবশ্য অনুরোধ করেন, ‘আপনি যে বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। তবে আপনার পে অ্যালাউন্সটা অফিশিয়ালি রেকর্ড থাক’।  কিন্তু এই বর্ধিত বেতন গ্রহণ করতে রাজি নন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার রাজভবনে দাঁড়িয়ে এ বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ”বাড়তি ভাতা আমরা চাই না।” রাজভবনে বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা আশাকর্মী, আইসিডিএস কর্মী,  ভিলেজ রিসোর্স পারসন, ভিলেজ পুলিস, সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিক্তিক, এদের সকলের সমকাজে সমবেতন ঘোষণা করুক মুখ্যমন্ত্রী, চাই। আমরা চাই, সরকার কর্মচারী, পুলিস কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনসানার, তাদের বকেয়া মহার্ঘ ভাতা দিক’।আমরা চাই ৫০০-১০০০ ভাগাভাগি না করে পশ্চিমবাংলার প্রত্যেক মাতৃসম্প্রদায়কে ২ হাজার টাকা করে দেওয়া হোক।”উল্লেখ্য, আগেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৫০০টাকার বদলে ২ হাজার টাকা দেওয়া হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘বাংলা দিবস’ সংক্রান্ত প্রস্তাব পাশের পর মুখ্যমন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধির ঘোষণা করে।

Scroll to Top