৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

শুক্রবার মধ্যপ্রদেশে জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্বোধন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

High News Digital Desk:

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় আসছেন। ধর্মেন্দ্র প্রধান আলোটে নবনির্মিত জওহর নবোদয় বিদ্যালয়-২ এবং ছাত্রাবাস ও কর্মীদের আবাসস্থল উদ্বোধন করবেন।

জানা গেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জওহর নবোদয় বিদ্যালয়-২ এর অধ্যক্ষ জানিয়েছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিকেল ৪:৩০ টায় আলোটে পৌঁছাবেন এবং বিকেল ৫ টায় এখানে আয়োজিত স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কর্ণাটকের রাজ্যপাল ডঃ থাওয়ারচাঁদ গেহলট, রাজ্য স্কুল শিক্ষামন্ত্রী উদয় প্রতাপ সিং, এমএসএমই মন্ত্রী চৈতন্য কাশ্যপ, এলাকার সাংসদ অনিল ফিরোজিয়া এবং বিধায়ক ডঃ চিন্তামণি মালব্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এখান থেকে উজ্জয়িনীর উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Scroll to Top