৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

শীর্ষ আদালতে খারিজ হাথরাসকাণ্ডে জনস্বার্থ মামলা

High News Digital Desk:

 

উত্তরপ্রদেশের হাথরাসে (Hathras) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা নিল না সুপ্রিম কোর্ট। চলতি মাসের ২ তারিখ একটি ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিপুল ভক্ত সমাবেশ হয় হাথরাসে। অভিযোগ ওঠে, প্রশাসন যত সংখ্যক মানুষের জমায়েতের অনুমতি দিয়েছিল, তার তুলনায় বহুগুণ ভক্ত ভিড় করেছিলেন অনুষ্ঠানটিতে। এরপর ‘ধর্মগুরু’র পদধূলি নিতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। পাশের নর্দমায় পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২০ জনেরও বেশি মানুষের। জখম বহু। হাসপাতালে তাঁদের দেখতেও যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর (Dev Prakash Madhukar) সহ ওই ধর্মীয় অনুষ্ঠানের বেশ কয়েকজন আয়োজককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বর্তমানে জেল হেফাজতে তারা। তবে এখনও পর্যন্ত ওই অনুষ্ঠানের কেন্দ্রস্থ চরিত্র – ‘ধর্মগুরু’ তথা ‘ভোলেবাবা’র (সুরজ পাল সিং) বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হওয়ার অতিরিক্ত কিছু ঘটেনি।

হাথরাসকাণ্ডে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদন করেন। তাঁর পিটিশনে গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে তদন্তের আবেদন করা হয়।

শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে কোনও মামলা সুপ্রিম কোর্টে গ্রহণ করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) বেঞ্চ।

প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে এই নিয়ে সুপ্রিম কোর্টে কোনও শুনানি সম্ভব নয়। এই মামলার শুনানির জন্য হাইকোর্টই যথেষ্ট। দেশের শীর্ষ আদালতে হাথরাসকাণ্ডে জনস্বার্থ মামলার আবেদনকারীকে হাইকোর্টে মামলা করতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

Scroll to Top