২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

শিলিগুড়ি যাওয়ার পথে মিরিকের কাছে খাদে পড়ল গাড়ি, মৃত্যু দু’জনের

High News Digital Desk:

পাহাড়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! শনিবার সুখিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মিরিকের কাছে যাত্রী বোঝাই একটি ছোট গাড়ি পাহাড়ে সরু বাঁকের কাছে এসে আচমকাই গড়িয়ে নিচে পড়ে যায়। স্থানীয়দের অনুমান, গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল। যে কারণে বাঁকের মুখে এসে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের।

এদিন গাড়ি পড়ে যাওয়ার আওয়াজ ও যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে আসে মিরিক থানার পুলিশ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে পানিঘাটা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

Scroll to Top