৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

শনিবারই “sun” ডে

High News Digital Desk:

শনিবারই “sun” ডে :-

চাঁদের পর এবার লক্ষ্য সূর‌্য| অজানা সূর‌্যকে জানার চেষ্টা| আরও এক ইতিহাসের দোরগোড়ায় ভারত| বিভিন্ন জায়গা থেকে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দেখা গেছে আদিত্য এল ১-এর উত্ক্ষেপণ| এর আগে নাসার পার্কার সোলার প্রোব সূর‌্যকে অনেক কাছাকাছি পেঁছে দিয়েছিলো| ২০০৮ সাল থেকে এই মিশনের পরিকল্পনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা| সফল উত্ক্ষেপণ ইসরোর আদিত্য এল ১-এর| শনিবার সকাল ১১ টা বেজে ৫০ মিনিট সূর‌্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের এই মহাকাশযান| এটাই ভারতের প্রথম সোলার মিশন| সূর‌্যের কাছাকাছি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আদিত্য এল-১| পৃথিবী ও সূর‌্যের মাঝে একটি স্যাটেলাইট প্রতিস্থাপনের লক্ষ্যে আদিত্য এল ওয়ানের এই যাত্রা|
কেন এই সোলার মিশন?
আদিত্য এল-১ সূর‌্যের কাছাকাছি পেঁছে নানা রহস্য উন্মোচন করবে| সূর‌্যের নানা অবস্থান সূর‌্যগ্রহণ, সৌরঝড় ইত্যাদি পর‌্যবেক্ষণ করে ছবি তলে পাঠাবে ইসরোকে| সূর‌্য থেকে কণার গতি নিয়ে তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা| ইসরোর তরফে জানা যায়, আগামী ১২৭ দিনে সূর‌্যের এল-১ পয়েন্টে পেঁছে যাবে আদিত্য এল-১| সেখানে ৪ মাস থাকবে এই স্যাটেলাইটটি| ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, আদিত্য এল-১, ১ হাজার ৪৪০টি ছবি তলবে| PSLV –C57 রকেটে চেপে শনিতে রবির পথে পাড়ি দিয়েছে আদিত্য এল ১| সূর‌্যের অপর নাম আদিত্য| তাই মহাকাশযানটির নামকরণ করা হয়েছে সেই নামেই| অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর‌্যের উদ্দেশে পাড়ি দিয়েছে আদিত্য এল-১| আর তা নিয়েই সকাল থেকে ব্যস্ততা ছিলো তঙ্গে| চিন্তা ও উদ্বেগ ফুটে উঠেছে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে| সূর‌্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট এল-১-এ অবস্থান করবে আদিত্য| এই অভিযানের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৭৮ কোটি ৫৩ লক্ষ টাকা| ৫ বছর ধরে পরীক্ষা চালাবে আদিত্য| সূর‌্যের করোনা অঞ্চল পরীক্ষা করবে আদিত্য এল-১| পাশাপাশি সূর‌্য পৃথিবীর আবহাওয়ার উপর ঠিক কী প্রভাব ফেলবে তা পর‌্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান আদিত্য এল-১|

Scroll to Top