লোকসভা ভোটের আগে তৃণমূলে নয়া দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য:
২০২৪ সালের লোকসভা ভোটের আগে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলকে ঢেলে সাজিয়ে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, শুধু রাজনীতির ময়দানেই লড়াই নয়, জোর টক্কর চলবে সোশ্যাল মিডিয়ায়ও। লোকসভা ভোটের আগে তৃণমূলে নয়া দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য। দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ করা হল তাঁকে। ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ’, বললেন দেবাংশু। ফেক নিউজের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছেন দেবাংশু। এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এতদিন পূর্ণাঙ্গ কোনও কমিটি ছিল না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল সেই কমিটি। এদিন কমিটি তৈরি নিয়ে দেবাংশু জানান, রাজ্যের বিরোধী দল-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন ধরেই তা শক্ত হাতে রোখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার কমিটি গঠন করে সেই কাজ হবে। বিজেপির আইটি সেল অত্যন্ত সক্রিয়। অমিত মালব্য়কে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে কখনও প্রচারক, কখনও বিরোধিতার সুর চড়ায় তার সঙ্গে পাল্লা দিতে সেভাবে কোনও রাজনৈতিক দলকেই দেখা যায় না। তবে এবার তৃণমূলও কোমর বেধে নামছে সোশ্যাল প্ল্য়াটফর্মে। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়।দেবাংশুর কথায়, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”









