লন্ডনে দুর্ঘটনার শিকার ঋত্বিক, তদন্তে অনির্বাণ! :-
প্রবাসী ভারতীয় দম্পতি মধুচন্দ্রিমা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনার শিকার| জীবন-মৃতু্যর লড়াইতে বেঁচে ফিরলেও ভদ্রলোকের সিংহভাগ স্মৃতি লোপ পায়| তদন্তে নামে পুলিস| এটা কি নিছকই দুর্ঘটনা না কি হত্যার ষড়যন্ত্র? কারণ অতি কষ্টে ভদ্রলোকের মনে পড়েছে যে, গাড়িতে কেউ তার মাথায় আঘাত করেছিল| তাহলে কি তাঁর স্ত্রী কি তাঁর স্বামীকে খুন করতে চাইছেন? লন্ডনের প্রেক্ষাপটে এ রকমই সম্পর্ক এবং রহস্যকে এক সুতোয় গেঁথে পরবর্তী ছবির শুটিং শুরু করতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়| ছবির নাম অপরিচিত| ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী এবং ইশা| অন্য দিকে, ভারতীয় পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী| ছবির শুটিং হবে লন্ডনে| ইতিমধ্যেই উল্লাস মল্লিকের উপন্যাস ডুগডুগি অবলম্বনে নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন জয়দীপ| সেই সিরিজেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ| অন্য দিকে ঋত্বিক অভিনীত ওয়েব সিরিজ গোরা ২ জয়দীপের পরিচালনায় তৈরি হয়েছে| ঋত্বিক এবং অনির্বাণ দুজনেই শক্তিশালী অভিনেতা| এই ছবিতে ইশাকেও পর্দায় দর্শক নতুন ভাবে আবিষ্কার করবেন| জয়দীপের সঙ্গেই এই ছবির গল্প এবং চিত্রনাট্য হাত লাগিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত| ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য এবং কমলেশ্বর মুখোপাধ্যায়|