যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রহস্যমৃত্যু ছাত্রের মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থাও করছে রাজ্য সরকার:
নদিয়ার বগুলা থেকে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা এবং মা। গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রহস্যমৃত্যু হয় ওই ছাত্রের। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের অনুমান, ব়্যাগিংয়েই মৃত্যু হয়েছে ওই নাবালক পড়ুয়ার। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সন্তানের মৃত্যুশোক এখনও সামলাতে পারেননি নদিয়ার বাসিন্দা বাবা-মা। মৃত ছাত্রের বাবাকে আগেই ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে মৃত ছাত্রের বাবা বরাবরই পুলিশের তদন্তে আস্থা রেখেছেন। সেই পরিবার সোমবার নবান্নে গিয়েছিলেন। মূলত দোষীরা যাতে শাস্তি পায় তার আর্জি জানান তাঁরা। কলকাতা পুলিশ কমিশনারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। তদন্তে যাতে কোনও গাফিলতি না হয় সেব্যাপারে তিনি নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দোষীদের কাউকেই ছাড়া হবে না। বহুলা গ্রামীণ হাসপাতালের নাম হবে ওই পড়ুয়ার নামে। বগুলার যে হাইস্কুলে ওই ছাত্র একসময় পড়াশোনা করত সেই হাইস্কুলের নামও ওই ছাত্রের নামে। একইসঙ্গে ওই ছাত্রের ভাইয়ের পড়াশোনার সব দায়িত্ব নেবে রাজ্য সরকার। অন্যদিকে, সূত্রের খবর মৃত ওই ছাত্রের মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থাও করছে রাজ্য সরকার।সংবাদমাধ্যমে মৃত ছাত্রের বাবা বলেন, দিদির কাছে এসেছিলাম। উনি আশ্বস্ত করেছেন বিচার হবে। অপরাধীরা শাস্তি পাবে। পুলিস আধিকারিকদের ডেকেছিলেন। তিনি বলে দেন অপরাধীরা যেন শাস্তি পায়।










