নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ-র । এমনকী আঘাত নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বুধবার সকালে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়েছিল। আর তার জন্য জরুরি অবতরণ করা হয়। এই ঘটনায় কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। চোট নিয়ে দিলীপ ঘোষ -র প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তখন মেদিনীপুরের সাংসদ খোঁচা দিয়ে বলেন, ‘চোট পেয়েছেন দ্রুত সুস্থ হোন। এই কামনা করি। কিন্তু এই চোট লাগল কী করে? আসল চোট নাকি রাজনৈতিক চোট? বুঝতে পারছি না। বারবার ভোটের আগেই কীভাবে চোট পান। যে সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল।’ দিলীপ ঘোষের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।