রাজ্যের ছয় আসনে বিধানসভা উপনির্বাচনে ফলাফলে প্রথম থেকেই সবুজ ঝড় উঠতে শুরু করেছে। মাদারিহাট উপনির্বাচনেও জয়ী তৃণমূল কংগ্রেস । তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০ হাজারের বেশি ভোটে জয়ী।
বিজেপি-র রাহুল লোহার দ্বিতীয় স্থানে রয়েছেন এই আসনে। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা (তামাং) তৃতীয় হয়েছেন সেখানে। আরএসপি-র পদম ওঁরাও চতুর্থ, কংগ্রেসের বিকাশ চম্প্রমারী পঞ্চম স্থানে রয়েছেন।
অন্যদিকে, এদিন সিতাই উপনির্বাচনে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সংগীতা রায়। ১২ রাউন্ড শেষে ১,৩০,১৫৬ ভোটে জয়ী হয়েছেন তিনি। পেয়েছেন ১,৬৫,২০০ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ৩৫,২১৭ ভোট।