৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

মাদারিহাট উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস

High News Digital Desk:

রাজ্যের ছয় আসনে বিধানসভা উপনির্বাচনে ফলাফলে প্রথম থেকেই সবুজ ঝড় উঠতে শুরু করেছে। মাদারিহাট উপনির্বাচনেও জয়ী তৃণমূল কংগ্রেস । তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০ হাজারের বেশি ভোটে জয়ী।

বিজেপি-র রাহুল লোহার দ্বিতীয় স্থানে রয়েছেন এই আসনে। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা (তামাং) তৃতীয় হয়েছেন সেখানে। আরএসপি-র পদম ওঁরাও চতুর্থ, কংগ্রেসের বিকাশ চম্প্রমারী পঞ্চম স্থানে রয়েছেন।

অন্যদিকে, এদিন সিতাই উপনির্বাচনে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সংগীতা রায়। ১২ রাউন্ড শেষে ১,৩০,১৫৬ ভোটে জয়ী হয়েছেন তিনি। পেয়েছেন ১,৬৫,২০০ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ৩৫,২১৭ ভোট।

Scroll to Top