‘মমতা চোর’ লেখা টি-শার্ট পরে বিক্ষোভ, শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়রা:
‘মমতা চোর’ লেখা টি-শার্ট পরে বিক্ষোভ।শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর।বিধানসভা ভোটে ৩ রাজ্যে গেরুয়া ঝড়। উজ্জীবিত বঙ্গ বিজেপিও।সোমবার বিধানসভা লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারীরা। এরপর মুখ্যমন্ত্রী যখন ঢোকেন, তখন ‘চোর চোর’ স্লোগান দেন বিরোধী দলের বিধায়করা। রবিবারই শুভেন্দু রাজ্য বিধানসভা চত্বরে লাড্ডু বিলির কথা ঘোষণা করেছিলেন।সেই ঘটনার জলই গড়াল থানা পর্যন্ত। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, ‘চোরের মায়ের বড় গলা! সারা ভারতবর্ষের মানুষ দেখেছে শুভেন্দু অধিকারীকে খবরের কাগজের মুড়ে টাকা নিতে বা বকলমে চুরি করতে। ভারতবর্ষের মানুষ তো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম দেখিনি। ও যেভাবে প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছে, আইন আইনের পথে চলবে। আইনের পথে ব্যবস্থা হবে, তার সঙ্গে রাজনৈতিক লড়াই হবে’। সোমবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তরফে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই কারণে অবিলম্বে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।