মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারার দিকে যাওয়ার পথে একটি ট্রেন থেকে পড়ে গেলেন ৫ যাত্রী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের অতিরিক্ত ভিড়ের কারণে বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনের দরজায় ঝুলে ছিলেন অনেকে। সেই সময় হুড়োহুড়ির জেরে কয়েক জন রেললাইনে পড়ে যান। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা পৌঁছন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।
