৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

ভিড় এড়াতে এবার নতন পদক্ষেপ, চালু কিউআরকোড পরিষেবা

High News Digital Desk:

ভিড় এড়াতে এবার নতন পদক্ষেপ, চালু কিউআরকোড পরিষেবা :-

নিজস্ব সংবাদদাতাঃ আউটডোরে চিকিত্সা করানোর জন্য আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই| অ্যান্ড্রয়েড ফোনে কিউ আর কোড স্ক্যান করালেই মিলবে আউটডোরের টিকিট| স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো কিউআর কোড ব্যবস্থা চালু হলো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে| ৱুধবার থেকেই তা চালু করে দিয়েছে কর্তপক্ষ|

হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, এর ফলে আউটডোরে ডাক্তার দেখানোর ক্ষেত্রে রোগীদের অনেকটাই সুবিধা হবে| সুবিধা গ্রহণের জন্য হাসপাতালের বিভিন্ন জায়গায় কিউআর কোডের স্টিকার লাগানো হয়েছে| কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টিকিট সংগ্রহের জন্য আউটডোরে পৃথক কাউন্টারও খোলা হয়েছে|

বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালের আউটডোরে বিভিন্ন বিভাগে ডাক্তার দেখানোর জন্য প্রতিদিন এক হাজারের বেশী মানুষ আসেন| সেখানে ভিড় উপচে পড়ে চিকিত্সা করানোর জন্য| প্রত্যেক রোগীকে দিনের পর দিন এই যন্ত্রণা সহ্য করতে হয়| সময় লাগে প্রচর| রোগীদের হয়রানি কমাতে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হলো বাঁকুড়া মেডিক্যালের আউটডোরে|

Scroll to Top