রাজস্থানের বন বিভাগ দুই দিন আগে শম্ভূপুরার একটি স্কুলের কাছে পাওয়া ভালুক শাবকটিকে তার মায়ের কাছে ফেরানোর পরিকল্পনা করেছে।
বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শাবকটির বয়স ২০ থেকে ৩০ দিনের মধ্যে। উল্লেখ্য, দুই দিন আগে শম্ভূপুরায় পাওয়া শাবকটিকে স্কুলের শিশুরা উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়।