৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের মাটি ছুঁল AIC24WC

High News Digital Desk:

সকাল। ঘড়ির কাঁটা সোয়া ৬টা পেরিয়ে গিয়েছে। রাজধানীর আকাশ অবশ্য মেঘাচ্ছন্ন। আলো ম্রিয়মাণ। তা হোক। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ২৪ ওয়ার্ল্ড কাপ’ নামের চাটার্ড বিমানটা অবতরণ করা মাত্র অন্য এক অনন্য আলোয় ঝলমল করে উঠল চারদিক। সে’আলো বিরল কৃতিত্বের আলো! সে’আলো বিশ্বজয়ের আলো। শনিবার কেনসিংটন ওভালে (Kensington Oval) অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে  টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) ছিনিয়ে নেওয়ার ৫ দিন পর দেশে ফিরলেন রোহিত-বিরাট-বুমরাহ-সূর্যকুমার যাদবরা। বিসিসিআইয়ের (BCCI) এক্স (X) হ্যান্ডলে ভেসে উঠল স্বস্তি আর গৌরবের বার্তা: It’s home. সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের আনন্দময় ভিডিও। একে-একে টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে নিচ্ছেন তাঁরা! কেউ কেউ চুমু খাচ্ছেন ১৭ বছরের খরা কাটানো মহার্ঘ্য কাপটিতে।

 

শনিবার কাপজয়ের পর সমুদ্রঝড় বেরিলের (Beryl) ফাঁসে বার্বাডোজে আটকে পড়েছিল ভারতীয় ক্রিকেট টিম। আটকে পড়েছিলেন ক্রিকেটারদের পারিবারিক সদস্য, তাঁদের সহযোগী কর্মী এবং বোর্ড সচিব জয় শাহ সহ বিসিসিআই (BCCI) আধিকারিকরা। দিনের পর দিন অপেক্ষার শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, ক্যারিবিয়ান দ্বীপদেশের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর (Grantley Adams International Airport) থেকে বুধবার স্থানীয় সময় ভোর ৪টে ৫০ নাগাদ বিসিসিআইয়ের ব্যবস্থাপনায় বিশেষ চার্টার্ড বিমানে দেশের উদ্দেশে রওনা হয় গোটা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে দেশে প্রত্যাবর্তনের গুরুদায়িত্ব সামলানোর জন্য এয়ার ইন্ডিয়া চাটার্ড বিমানটির নামই রাখে Air India champions 24 World Cup, সংক্ষেপে AIC24WC. ভারতীয় সময় সকাল ৬টা ২০-তে সেই গর্বিত AIC24WC-ই ছুঁয়ে ফেলল ভারতের মাটি।

 

দিল্লি বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে দেশের বিজয়ী ক্রিকেট দলকে বরণ করে নেওয়ার বহুপ্রত্যাশিত ছবি অবশেষে বাস্তবে পরিণত হল। এরপর রোহিত-বিরাট-ঋষভরা বিমানবন্দর থেকে পৌঁছে যান আইটিসি মৌর্যতে (ITC Maurya)। সেখানেই বিশ্রাম। বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। আজ বিকেলেই মুম্বাইয়ে পা রাখবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল।

Scroll to Top